জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):
রংপুরের গঙ্গাচড়ায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় নির্বাচিত ৭৫ জন পাটবীজ উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয় গঙ্গাচড়া’র আয়োজনে মঙ্গলবার (২৯ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি প্রশিক্ষণের উদ্বোধন করেন পাট অধিদপ্তরের মহাপরিচালক ড. সেলিনা আকতার।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল ও রাবিয়া বেগম, পাট অধিদপ্তর রংপুর অঞ্চলের সহকারী পরিচালক মোঃ সোলায়মান আলী। চাষীদের প্রশিক্ষণ প্রদান করেন রংপুর মেট্রোপলিটন কৃষি অফিসার শরিফুল ইসলাম, রংপুর পাট অধিদপ্তরের পাট উন্নয়ন কর্মকর্তা একেএম মাহবুব আলম বিশ্বাস, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার শারমিন সুলতানা, গঙ্গাচড়া উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম। প্রশিক্ষণ শেষে চাষীদের মাঝে পাটবীজ ও সার বিতরণ করা হয়।
আরও পড়ুন
সুচিত্রা সেনের ১১তম প্রয়াণ দিবস পালন
কোম্পানীগঞ্জে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত
ব্রাজিল দূতাবাসের সাথে রংপুর চেম্বার নেতৃবৃন্দের মত বিনিময় সভা