April 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, April 12th, 2025, 12:45 pm

গঙ্গাচড়ায় ফ্যাসিবাদ আওয়ামী লীগের দু-নেতা আটক

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ফ্যাসিবাদ আওয়ামী লীগের দু-নেতাকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক দু-নেতা হলেন- রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ ও উপজেলার বেতগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান মানিক।
পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে গঙ্গাচড়া বাজার থেকে বুলবুল আহমেদকে এবং বেতগাড়ী বাজার থেকে আখতারুজ্জামান মানিককে রাত ১০টার দিকে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ আটক করে।
গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান বলেন, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের এ দুই নেতাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুরোনো কোনো মামলা নেই। তবে তাদের বিরুদ্ধে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারার অভিযোগ আছে।