December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 19th, 2023, 1:19 pm

গঙ্গাচড়ায় বিদিতর সপ্রাবিতে মা সমাবেশ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):

শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, শতভাগ ড্রেস ও মা/অভিভাবকের দ্বায়িত্ব সম্পর্কে সচেতনতার লক্ষে রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নে বিদিতর আহম্মাদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার (১৯ জুলাই) মা সমাবেশ ও শিক্ষার্থীদের মাঝে খাতা কলম বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের কক্ষে অনুষ্ঠিত মা সমাবেশ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আশরাফুল আলম রিপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজাহার হোসেন শাহ, ম্যানেজিং কমিটির সহসভাপতি নাসিমা বেগম দিবা, সদস্য জোবায়দুর রহমান, উম্মে কুলসুম, মোকতারুজ্জামান, সহকারী শিক্ষক আফরোজা বেগম, অভিভাবক মা সাবিনা, মমতা, নাসরীন প্রমূখ।

পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী হামিদা আক্তার। এছাড়া শিক্ষার্থীদের পড়া লেখায় স্বরণ শক্তি বৃদ্ধির লক্ষে শিক্ষকদের দেয়া কিছু শিক্ষনীয় লেখে রাখা ও পড়ার জন্য বিদ্যালয়ে প্রায় দেড় শতাধীক শিক্ষার্থীদের মাঝে স্লিপের অর্থে খাতা ও কলম বিতরণ করা হয়। অন্যদিকে বিদ্যালয়ে সরকারি বরাদ্দ স্লিপের ৫০ হাজার টাকা ও রুটিন মেইন্টেনেজের ৪০ হাজার টাকায় কি কি কাজ করা হয়েছে/বাস্তবায়ন করা হয়েছে সভাপতি মা সমাবেশে তার বিস্তারিত উপস্থাপন করেন। মা সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মা/অভিভাবক উপস্থিত ছিলেন।