জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):
রংপুরের গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার সভাপতিত্বে ও সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুলতান সালাহ উদ্দিন, উপ-পুলিশ পরিদর্শক জনক রায়, প্রভাষক জাহাঙ্গীর হোসেন, দি হাঙ্গার প্রজেক্ট প্রতিনিধি শামসুদ্দিন, ইমাম মাওলানা তাজুল ইসলাম, সাংবাদিক আব্দুল বারী স্বপন, সুজন আহম্মেদ, আব্দুল আলীম প্রামানিক, ইসলামিক রিলিফের প্রতিনিধিসহ হোটেল মালিক-শ্রমিকের প্রতিনিধি। সভায় ব্যবসায়ী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুধীজন উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য ব্যবসায়ীদের আহবানা জানান। এছাড়া পবিত্র রমজান মাসে কোন রকম দ্রব্যমুল্যে বিক্রিতে কারসাজি না করে সেদিকে সবাইকে সচেতন থাকতে বলেন। পণ্যকিনে যাতে কেউ প্রতারিত বা হয়রানী না হয় এবং এ রকম হলে প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে।
আরও পড়ুন
নাজিম এবং আজিজ “রোওয়ান” কার্য্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত।
ইবি’র দুই বিভাগে নতুন সভাপতি নিয়োগ
কালীগঞ্জে নির্বাচন অফিসে তরুণ ভোটারদের ভিড়