December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 5th, 2023, 3:33 pm

গঙ্গাচড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালন

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):

“কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক, শিক্ষক স্বল্পতা পুরণ অপরিহার্য” এ প্রতিপাদ্যে রংপুরের গঙ্গাচড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ও জাগরণী চক্র ফাউন্ডেশনের সহযোগীয় বৃহস্পতিবার (৫ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসার নাগমা সিলভীয়া খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম। কলাগাছি সপ্রাবির সহকারী শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপনের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুলতান সালা উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু রেজা মোঃ সামছুল কবির মুকুল, প্রাথমিক শিক্ষক সমিতি জেলা ও উপজেলার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাদ, গঙ্গাচড়া মডেল সপ্রাবির প্রধান শিক্ষক আক্তারুজ্জামান বাবলা প্রমুখ। এর আগে একটি র‌্যালি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। এ সময় শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।