October 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 15th, 2025, 7:33 pm

গঙ্গাচড়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

“হাত ধোয়ার নায়ক হোন” এ প্রতিপাদ্যে গঙ্গাচড়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালন করা হয়েছে। দিবস পালন উপলক্ষে  বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,গঙ্গাচড়ার আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নব যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) মোঃ হামিদুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী ময়নুল হোসাইন। বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আফতাবুজ্জামান চয়ন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামান, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তাসনীম খুশবি সরকার প্রমূখ। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি ও আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।