December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 9th, 2024, 7:35 pm

গঙ্গাচড়ায় বেগম রোকেয়া দিবস উদযাপন 

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’ এ প্রতিপাদ্যে সোমবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং ইসলামিক রিলিফ বাংলাদেশ ও ব্র্যাক (আইডিবি) গঙ্গাচড়ার সহযোগিতায় দিবসটি উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা পরিষদ হলরুমে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস উর্মির সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার। তথ্যসেবা কর্মকর্তা তাসনীম খুশবী সরকারের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলাম, সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন, সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞাসহ বৈষম্য বিরোধী শিক্ষার্থী।
আলোচনা শেষে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী  দুলালী বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী জান্নাতুল ফেরদৌসি ও সফল জননী নারী আনজুমানারা বেগমকে সম্মাননা দেওয়া হয়। সকল কর্মসূচিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, নারী ও সুধীজন উপস্থিত ছিলেন।