September 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 16th, 2025, 5:46 pm

গঙ্গাচড়ায় মসজিদের জমি দখলের চেষ্টা ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার ভুটকা পুরাতন জামে মসজিদের জমি নিয়ে বিরোধ ও জবরদখলের চেষ্টা, অপপ্রচার ও হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. শিহাব হাসান। সোমবার রাত ৯ টায় গঙ্গাচড়া বাজারের একটি হোটেলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিহাব হাসান বলেন, ভুটকা এলাকার মুজাহিদুল ইসলাম আউয়াল ও তার সহযোগীরা বে-আইনি লোক সমাবেশ, মানহানিকর লিফলেট বিতরণ এবং ভুয়া তথ্য প্রচারের মাধ্যমে সামাজিক ও পারিবারিকভাবে তাকে হেয় করার অপচেষ্টা চালাচ্ছেন। একই সঙ্গে মসজিদের বৈধ সম্পত্তি জবরদখলের হুমকিও দেওয়া হচ্ছে। তিনি আরো জানান, ভূটকা পুরাতন জামে মসজিদ প্রতিষ্ঠিত হয় প্রায় একশ বছর আগে। পরবর্তীতে জমি দানের দলিল ও আদালতের রায় অনুযায়ী মসজিদের নামে ২ দশমিক ৫৭ একর জমি নিশ্চিত হয় এবং ১৯৯৮ সালে এটি ওয়াকফ এস্টেটে অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানে জমি নিয়ে একাধিক মামলা আদালতে চলমান রয়েছে। (ইসি নং-১৮৫৮৮)। বর্তমানে নিয়মিত কমিটি গঠনের মাধ্যমে মসজিদ পরিচালিত হচ্ছে। কিন্তু সম্প্রতি বিবাদী পক্ষ এলাকায় সমাবেশ ডেকে মামলাগুলো থেকে সরে না দাঁড়ালে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে। এমনকি মসজিদের জমিতে রোপণ করা ধান কেটে নেওয়ার ঘোষণা দিয়েছে। এ ঘটনায় ১৩ সেপ্টেম্বর গঙ্গাচড়া থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৭৩৪) করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে দাবি জানান, বেআইনি সমাবেশ ও লিফলেট বিতরণ বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ, অপপ্রচারকারীদের আইনের আওতায় আনা এবং জমি ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক। তিনি বিশ্বাস প্রকাশ করেন, আদালতের রায়ের মাধ্যমে সত্য প্রকাশ পাবে এবং কুচক্রী মহলের ষড়যন্ত্র ব্যর্থ হবে। এসময় মসজিদের মোয়াজ্জিন আজিজুল ইসলামসহ মসজিদ কমিটির মুসল্লী উপস্থিত ছিলেন।