জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):
রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহনাজ বেগমের অবসরজনিত বিদায় ও নবাগত শিক্ষা কর্মকর্তা এস আর ফারুককে বরণ করা হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদায়ী ও নবাগত শিক্ষা কর্মকর্তাকে ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না।
উপজেলা মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও স্কুল এন্ড কলেজের আয়োজনে গঙ্গাচড়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ অলিউল্লাহর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন ধামুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান। সভায় বিদায়ী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহনাজ বেগম, নবাগত শিক্ষা কর্মকর্তা এস আর ফারুক, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, আলমবিদিতর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এমপি প্রতিনিধি মমিনুর ইসলাম বক্তব্য রাখেন, সাউদপাড়া ইসলামীয়া বহুমুখী আলীম মাদ্রাসার অধ্যক্ষ রোকনউজ্জামান,বাগপুর কাদেরিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুস ছালাম প্রমুখ। এসময় উপজেলার মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন ঘেরাও
কুমিল্লা থেকে ৪০ রুটে বাস ধর্মঘট, চরম ভোগান্তি
মুরাদনগরে স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ইউপির চেয়ারম্যানসহ আটক-১০