January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 29th, 2024, 3:43 pm

গঙ্গাচড়ায় মোবাইল কোর্টে ৪ ফার্মেসির জরিমানা

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):

রংপুরের গঙ্গাচড়ায় ওষুধ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ‘ওষুধ ও কসমেটিক আইন-২০২৩ অনুযায়ী বৃহস্পতিবার গঙ্গাচড়া বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ তামান্না মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ ফার্মেসির ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে। মোবাইল কোর্ট পরিচালনায় ওষুধ প্রশাসন অধিদপ্তর সহায়তা করে।

উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন, কোনো নকল ওষুধ উৎপাদন করলে বা জ্ঞাতসারে কোন নকল ওষুধ বিক্রয়, মজুত, বিতরণ বা বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শণ করলে ও ওষুধ ভেজাল করলে বা ভেজাল ওষুধ উৎপাদন, বিক্রয়, মজুত এবং অসৎ উদ্দেশ্যে ওষুধের কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফার অভিপ্রায়ে ওষুধ মজুত করা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।