গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরে গঙ্গাচড়ায় মৎস্য সংরক্ষণ আইনে অভিযান পরিচালনা করে আগুনে পুড়ানো হলো দুই লাখ পঞ্চাশ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী জাল। বৃহস্পতিবার বিকালে উপজেলার লক্ষীটারী ইউনিয়নের তিস্তা নদীর চরাঞ্চল পশ্চিম ইচলি ও শংকরদহ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রংপুর জেলা মৎস্য কর্মকর্তা জনাব হারুন অর রশিদ অভিযানের নেতৃত্ব দেন। অভিযান টিমে ছিলেন জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক জনাব সঞ্জয় ব্যানার্জী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীপা রানী বিশ্বাস, জেলা মৎস্য জরিপ কর্মকর্তা রেজাউল কবির, এএসআই অরুপ দত্ত, উপজেলা মৎস্য অফিসের সেলিম, আনসার ভিডিপি সদস্য আফছার আলী। অভিযানে অবৈধ চায়না দুয়ারী (৫০ টি) ১৫’শ মিটার জাল জব্দ করে মহিপুর বাজারের তিস্তার ধারে আগুনে পুড়িয়ে ফেলা হয়। যার মূল্য প্রায় দুই লাখ লক্ষ পঞ্চাশ হাজার টাকা।

আরও পড়ুন
শ্রীমঙ্গলে প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামে ভ্রাম্যমান আদালতে দুটি ইট ভাটায় জরিমানা আদায়
মাদারগঞ্জে মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরের দাবিতে গণসমাবেশ