গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় ৫৩তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে বুধবার উপজেলা পরিষদ মাঠে ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা। উপজেলা একাডেমিক সুপারভাইজার আমজাদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গঙ্গাচড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, ধামুর পূর্বপাড়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান মতিয়ার রহমান, মহিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান, গজঘণ্টা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল খালেক, তালুক হাবু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কান্ত রায়। কোলকোন্দ মোহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজির হোসেন ফারুক এর সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, কর্মচারী ও বিজয়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।
আরও পড়ুন
প্রিজন সেলে ভিআইপি সুবিধা ও দলীয় নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করছেন আওয়ামীলীগ নেতা
শেরপুরে গাছ সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচি পালিত
পাবনায় পৃথক ঘটনায় ট্রেনের ধাক্কায় ও কাটা পড়ে দুইজন নিহত