September 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 11th, 2025, 1:31 pm

গঙ্গাচড়ায় সরকারিভাবে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও ছাতা বিতরণ

0-4608x3466-0-0#

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার ৯টি ইউনিয়নের ৯০ জন গ্রাম পুলিশের মাঝে সরকারিভাবে বাইসাইকেল, ছাতা ও বাঁশি বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা বুধবার উপজেলা পরিষদ চত্বরে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল, ছাতা ও বাঁশি বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার গ্রাম পুলিশদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে সততা ও নিষ্ঠার সাথে পালন করার আহবান জানান। তিনি চুরি, ছিনতাই, মাদক, জুয়াসহ বিভিন্ন অপরাধ দমনে গ্রাম পুলিশদের কাজ করার দিকনির্দেশনা দেন এবং জনগণের সেবা নিশ্চিতে দায়িত্ব শীলতার সাথে পালন করতে বলেন। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধ বা বন্ধে গ্রাম পুলিশের ভূমিকার কথা স্বরণ করিয়ে দেন। শেষে তিনি সরকারিভাবে পাওয়া বাইসাইকেল, ছাতা ও বাঁশির যথাযথ ব্যবহারের মাধ্যমে গ্রাম পুলিশদের কর্মে সাফল্য বয়ে আনার আশাবাদ ব্যক্ত করেন। এ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মমতা খাতুনসহ গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।