August 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 12th, 2025, 5:10 pm

গঙ্গাচড়ায় স্বাস্থ্যবান শিশু প্রতিযোগিতা ও মা সমাবেশ অনুষ্ঠিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গঙ্গাচড়া এরিয়া প্রোগ্রাম এর উদ্যোগে শিশু ও মা’দের নিয়ে স্বাস্থ্যবান শিশু প্রতিযোগিতা ও মা সমাবেশের আয়োজন করে।

মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা প্রধান অতিথি হিসাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। স্বাস্থ্যবান শিশু প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের স্বাস্থ্য, সুস্থ্যতা, শিশুদের স্বাস্থ্যবিধি, পুষ্টি, সন্তানদের স্বাস্থ্যকর জীবনধারা, মানবিক বিকাশ এবং সামগ্রিক স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ অনুষ্টান পরিচালনা করা হয়। স্বাস্থ্যবান শিশু প্রতিযোগিতায় মা ও শিশু স্বাস্থ্যের পরীক্ষা, শিশুর বয়স অনুসারে শিশুর ওজন ও উচ্চতা যাচাই সহ অন্যান্য স্বাস্থ্য সচেতনমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল। প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বলেন, এই প্রতিযোগিতাগুলি শিশুদের সুস্থ ও স্বাভাবিক বিকাশে উৎসাহিত করে এবং বাবা-মায়েদের স্বাস্থ্যকর জীবনযাত্রা সম্পর্কে সচেতন করে তোলে। তিনি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গঙ্গাচড়া এরিয়া প্রোগ্রামের বিভিন্ন কর্মসুচী বাস্তবায়নে সার্বিক সহযোগীতার কথা ব্যক্ত করেন এবং সভায় উপস্থিত সবাইকে যার যার অবস্থান হতে শিশু স্বাস্থ্য উন্নয়ন ও কল্যাণে ভূমিকা রাখার জন্য অনুরোধ জানান।

উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: আলেমুল বাশার এর সভাপতিত্বে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা: আশেকুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা: কেরামত আলী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গঙ্গাচড়া এপির এরিয়া ম্যানেজার লিওবার্ট চিসিম, ওয়ার্ল্ড ভিশনের স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক স্পেশিয়ালিষ্ট পল্লব রায়, এপির প্রোগ্রাম অফিসার গ্লোরিয়া রোজারিও ও মনিকা রায়সহ সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, শিশু ও যুব প্রতিনিধি, বিভিন্নি এনজিও’র প্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যাক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

 

আব্দুল বারী স্বপন