গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় মহানবী (সাঃ.) কে নিয়ে কটূক্তি জেরে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর ছয়আনি এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে এবং ভুক্তভোগী পরিবারগুলোর খোঁজখবর নেয় এনসিপির প্রতিনিধিরা। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চল কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক ও রংপুর জেলা প্রধান সমন্বয়কারী আসাদুল্লাহ আল গালিব, রংপুর মহানগর ইউনিটের যুগ্ম সমন্বয়কারী আলমগীর নয়ন, উপজেলা প্রধান সমন্বয়কারী রিফাতুজ্জামান, উপজেলা যুগ্ম সমন্বয়কারী মাসুদ রানা তৈয়ব, জাহানুর শাহানুর রহমান প্রমুখ।
এসময় আসাদুল্লাহ আল গালিব বলেন, ধর্মীয় সংবেদনশীলতা নিয়ে কেউ যেন উসকানিমূলক কিছু না করে, সে বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। একই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা শুধু রাজনীতি করতে আসিনি, মানুষের পাশে দাঁড়াতে এসেছি।
আব্দুল বারী স্বপন
আরও পড়ুন
মাতুয়াইল শিশু ও মাতৃ-স্বাস্থ্য ইনস্টিটিউট পানির নিচে তলিয়ে গেছে
রংপুর হাইওয়ে পুলিশের কৃতি সন্তনদের সংবর্ধনা
ঘুম চোখে ড্রাইভিং নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে আহত ১১