জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :
রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় গঙ্গাচড়ায় ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গঙ্গাচড়া এর আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে মঙ্গলবার কৃষি মেলার উদ্বোধন উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। উদ্বোধনের পরে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, বড়বিল ইউপি চেয়ারম্যান শহীদ চৌধুরী দীপ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মারুফা ইফতেখার সিদ্দিকা। অতিরিক্ত কৃষি অফিসার শারমিন সুলতানার উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন উপসহকারী কৃষি অফিসার হাফিজার রহমান, ফল-ফসল গ্রুপের সদস্য আনোয়ারুল ইসলাম, নার্সারী মালিক ধীরেন চন্দ্র রায়। আলোচনার আগে অতিথিবৃন্দ স্টল পরিদর্শন করেন। এছাড়া একটি র্যালী বের করা হয়।
আরও পড়ুন
নাজিম এবং আজিজ “রোওয়ান” কার্য্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত।
ইবি’র দুই বিভাগে নতুন সভাপতি নিয়োগ
কালীগঞ্জে নির্বাচন অফিসে তরুণ ভোটারদের ভিড়