গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার ৫টি ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হলো। মঙ্গলবার (১৯ আগস্ট) মাল্টিপারপাস কাম অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।
“শিশুদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ি, গ্রাম থেকেই শুরু হোক বাল্য বিবাহমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন” প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় বাল্যবিবাহ ও শিশু শ্রমমুক্ত ঘোষণার আয়োজন করে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলার নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী প্রজন্মকে সুস্থ্য ও সবল রাখতে আমাদের সবাইকে সচেতন হয়ে বাল্যবিবাহ ও শিশু শ্রম প্রতিরোধ করতে হবে। বাল্য বিবাহের কারণে আমাদের সমাজে রোগাক্রান্ত ও দুর্বল শিশুর জন্ম হয়। শিশু শ্রমের কারণে শিশুর শিক্ষা, স্বাস্থ্য, শারিরিক ও মানুষিক উন্নয়নে বেঘাত ঘটে। শিশু শ্রম ও বাল্যবিবাহের কারণে শিশুরা সুন্দর ও স্বাভাবিক সমাজ থেকে তারা অনেক দুরে থাকে। এরপর তিনি অনুষ্ঠানে উপস্থিত সকলের কণ্ঠে শপথ বাক্য পাঠ করানোর মাধ্যমে উপজেলার ৫ টি ইউনিয়ন গঙ্গাচড়া, কোলকোন্দ, লক্ষীটারী, গজঘন্টা ও মর্ণেয়া ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশু শ্রম মুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা দেন। এসময় সকলেই বাল্য বিবাহকে না বলুন লাল কার্ড তুলে ধরেন এবং আর নয় শিশুশ্রম প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পণা কর্মকর্তা রেজানুল হাসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহফুজার রহমান, মডেল থানার অফিসার ইনচার্জ জনাব আল এমরান, উপজেলা সমাজে সেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মো: আবতাবুজামান চয়ন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার সুজিত কস্তা, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিম, গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু, কোলকোন্দ ইউপির প্যানেল চেয়ারম্যান শরিফুল ইসলাম, গজঘন্টা ইউপির প্যানেল চেয়ারম্যান বকুল মিয়া, ইসলামিক ফাউন্ডেশনের রেলিজা বেগম, ইএসডিও প্রকল্প পরিচালক পজিরুল ইসলাম, জিবিকের কাজী মাহবুব হাসান উপজেলা ইয়ুথ ফোরামের সভাপতি নাজিরুল ইসলাম প্রমুখ। সভায় বাল্যবিবাহ থেকে রক্ষা পাওয়া শিশু মিশুমনি তার অভিজ্ঞতার গল্প তুলে ধরেন এবং শিশুশ্রম থেকে স্কুলমুখী হওয়া শিশু রায়হান বাবু কষ্টকর জীবনের গল্প শুনান। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এডভোকেসি কো-অর্ডিনেটর তানজিমুল ইসলাম উপজেলার বাল্যবিবাহ ও শিশু শ্রমের বর্তমান চিত্র উপস্থাপন করেন। শেষে সকলেই চাই বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত গঙ্গাচড়া উপজেলা হোক এ শ্লোগান দিয়ে উপস্থিত সকলেই কাঁধে কাঁধ মিলে কাজ করে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত করার অঙ্গিকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক, অভিভাবক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আব্দুল বারী স্বপন
আরও পড়ুন
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন
সাভারে ডিবির অভিযানে ৩ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
নীতিনির্ধারণে তরুণ মতামত: খুলনায় জলবায়ু ও প্রজনন স্বাস্থ্য সংলাপ