গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নে লটারীর মাধ্যমে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর শ্রমিক নির্বাচন করা হয়েছে। বুধবার কোলকোন্দ ইউনিয়ন পরিষদ চত্বরে উন্মুক্ত লটারীর মাধ্যমে নারী-পুরুষ মিলে ৩’শ ১৮ জন শ্রমিক (উপকারভোগী) নির্বাচিত করা হয়। ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত লটারীতে নির্বাচিত শ্রমিকের নাম ঘোষণা করেন চেয়ারম্যান নিজেই।
এ সময় গঙ্গাচড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম এর প্রতিনিধি, সংশ্লিষ্ট ইউনিয়নের ট্যাগ অফিসার, ইউপি প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য শরিফুল ইসলাম, মিজানুর রহমান, হুমায়ুন কবির লাল, মনোয়ারুল ইসলাম, বিজলী বেগম, সাথী বেগম, নজরুল ইসলাম, রাধাকান্ত, দুলু মিয়া, মনোরঞ্জনসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ জানান, উক্ত কর্সূচিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য অনলাইনে আবেদন কারী করে প্রায় ১ হাজার ২’শত জন। আবেদন কারীদের ওয়ার্ড ভিত্তিক যাচাই-বাছাই করে মাইকে ব্যাপক প্রচারণা করে লটারীর মাধ্যমে ওয়ার্ড ভিত্তিক শ্রমিক নির্বাচন করা হয়।
আরও পড়ুন
রংপুরে বিনার আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
খুলনায় চলন্ত ট্রেন আটকে পলিটেকনিকের শিক্ষার্থীদের বিক্ষোভ
কমলগঞ্জে অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষতি