November 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 6th, 2025, 7:54 pm

গঙ্গাচড়ার কোলকোন্দ ইউনিয়নে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান দিবস পালন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান দিবস পালন করা হয়েছে। উপজেলা শিশু ও যুব ফোরাম, গ্রাম ‍উন্নয়ন সোসাইটি এবং  কোলকোন্দ ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গঙ্গাচড়া এরিয়া প্রোগ্রাম এর উদ্যোগে এলাকার জনসাধারণ, শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান দিবস পালন উপলক্ষে বৃহস্পতিবার কোলকোন্দ আব্দুস ছামাদ উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নর্দান বাংলাদেশ ক্লাস্টারের ডিপুটি ডিরেক্টর রাজু রোজারিও প্রধান অতিথি হিসাবে এ পরিস্কার পরিচ্ছন্ন অভিযান দিবস উদ্বোধন করেন এবং তিনি বলেন, একটি পরিষ্কার পরিবেশ মানে হলো সুস্থ মানুষ, সমৃদ্ধ প্রকৃতি ও টেকসই ভবিষ্যৎ। মানব উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের মধ্যে ভারসাম্য রক্ষার জন্য এটি অপরিহার্য। অভিযানে উপস্থিত সবাইকে যার যার অবস্থান হতে পরিবেশ পরিচ্ছন্নতার মাধ্যমে সুস্থ্য ও সুন্দর পরিবেশ উন্নয়ন ভূমিকা রাখার জন্য অনুরোধ জানান। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গঙ্গাচড়া এপির এরিয়া ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার উত্তম দাস, কোলকোন্দ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়্যারম্যান শরিফুল ইসলাম, আব্দুস ছামাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, যুব ফোরামের সভাপতি নাজিরুল ইসলাম, ভিডিএস সভাপতি খালেদা বেগমসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা, সাংবাদিক, শিশু ও যুব প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি এবং জনসাধারণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান দিবসের মাধ্যমে উন্নত স্বাস্থ্য, পরিবশে সুরক্ষা, নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টির মাধ্যমে জনসচেতনতা আনায়ন ও দায়িত্ববোধ গড়ে তোলা এবং স্বাস্থ্যকর আবাস্থল বজায় রাখতে জনগনকে সচেতন করা। আলোচনা শেষে অতিথিবৃন্দসহ উপস্থিত সকলে বিদ্যালয়ের মাঠে ও প্রবেশের রাস্তায় ময়লা-আর্বজনা পরিস্কার করে নির্দিষ্টস্থানে ফেলান।