জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):
রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নে জিরো ওয়েস্ট ভিলেজ গড়ার লক্ষ্যে রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন শাহপাড়া গ্রামবাসীর সাথে মতবিনিময় সভা ও উপহার সামগ্রী বিতরণ করেছেন। রংপুর পরিবেশ অধিদপ্তর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আয়োজনে সোমবার সকালে শাহপাড়া গ্রামে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।
বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না, রংপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো: আজাহারুল ইসলাম, বেতগাড়ী ইউপি চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফ। পরিবেশ অধিদপ্তর রংপুরের সহকারি পরিচালক বিজন কুমার রায়ের উপস্থাপনায় অনুষ্ঠানে ইউপি সদস্য রুহুল আমিন, সিবিও সদস্য আনোয়ারা বেগম দুলালী, সিবিও সদস্য খায়রুল ইসলাম শাহসহ গ্রামবাসী উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে উপহার সামগ্রী হিসেবে জিরো ওয়েস্ট ভিলেজের সদস্যদের মাঝে অপচনশীল বর্জ্য রাখার ডাস্টবিন ও গাছ বিতরণ করা হয়।
আরও পড়ুন
খুলনা বিভাগে ভোক্তা-অধিকারের অভিযান : ১৭টি প্রতিষ্ঠানকে ২ লাখ ২২ হাজার টাকা জরিমানা
খুবিতে ‘উচ্চ শিক্ষায় অ্যাক্রেডিটেশন’ বিষয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালার উদ্বোধন
তালতলীতে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা