জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :
রংপুরের গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়েছে। শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিদ্যালয়ের দাতা সদস্য সাজু আহম্মেদ লাল। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিদ্যালয় প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না ও গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। এ সময় বিদ্যালয় কমিটির সভাপতি তহির উদ্দিন, প্রধান শিক্ষক এনামুল হক, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, উপজেলা কালব্ সভাপতি আব্দুল মতিন অভি, অভিভাবক সদস্য আব্দুর রউফ, মোক্তার হোসেন মুক্তাসহ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ, কমিটির সদস্যগণ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২