জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):ৎ
রংপুরের গঙ্গাচড়া উপজেলাকে ভূমিহীন -গৃহহীনমুক্ত ঘোষণা করার লক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১২ জুলাই) সকালে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, লিয়াকত আলী, জিল্লুর রহমান, শহীদ চৌধুরী দীপ, উপজেলা সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন, প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, সমাজ সেবক আবুল হোসেন ফটিক, সাংবাদিক আলী আরিফ সরকার রিজু প্রমুখ।
সভায় ‘একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ অঙ্গীকার বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ণ-২ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন-গৃহহীন পরিবার পূনর্বাসনে ৪র্থ পর্যায়ের গৃহ হস্তান্তর ও গঙ্গাচড়া উপজেলাকে ভূমিহীন-গৃহহীন ঘোষণা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
আরও পড়ুন
মুরাদনগরে মোটরসাইকেল আরোহীকে মারধর, ২ যুবক গ্রেপ্তার
নাটোরে বিদেশি মদ ও ইয়াবাসহ আটক ২
গঙ্গাচড়ায় সরকারিভাবে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও ছাতা বিতরণ