গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুরে তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিন ধরে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। ফলে তিস্তার বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। বুধবার সকাল ৯ টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার (৫২.১৫ মি. (msl) ৭.০ সেমি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যার কারণে গঙ্গাচড়া উপজেলার তিস্তাবেষ্টিত বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। পানির তীব্র স্রোতে মহিপুরে তিস্তা সেতুর উত্তর পার্শ্বের পশ্চিমে সেতু রক্ষা বাঁধের মাথায় ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে ব্লক ধসে গিয়ে এখন বাঁধের মাটি ভেঙে যাচ্ছে। হুমকির মুখে পড়েছে সেতু, রংপুর কালীগঞ্জ পাকা সড়কসহ বাড়িঘর ও ফসলি জমি। এলাকাবাসী বলছে দ্রুত ভাঙন রোধ করা নাগেলে সেতু, সড়ক ও বাড়িঘরের ব্যাপক ক্ষতি হবে। লক্ষীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদি জানান, এর আগে তিস্তার পানি বৃদ্ধিতে সেতু রক্ষা বাঁধের ব্লক ধসে যায়। সে সময় এলজিইডি বিভাগের লোকজন পরিদর্শন করেন। কিন্তু ভাঙন রোধে পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি। যার ফলে এখন ব্লক ধসে গিয়ে মাটি ভেঙে যাচ্ছে। তিনি বাঁধটি রক্ষার জন্য সংশ্লিষ্ট সকলকে অবগত করেছেন। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা বলেন, তিস্তা সেতু রক্ষা বাঁধের ভাঙন রোধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক মহোদয় ও এলজিইডি কর্তৃপক্ষকে অবগত করেছি। দ্রুত ভাঙন রোধের ব্যবস্থা হবে।
আরও পড়ুন
আ.লীগের দলীয় কার্যালয়ের কথা বলে স্কুলের ভিতরে তিনতলা বিল্ডিং বাড়ি, শিক্ষার্থীদের ভোগান্তি
টাঙ্গাইলের মির্জাপুরে পানিতে ডুবে এক ব্যক্তি নিখোঁজ
টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা