জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):
“শিখবে শিশু হেসে খেলে, শাস্তিমুক্ত পরিবেশ পেলে” এ শ্লোগানে রংপুরের গঙ্গাচড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বুধবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ মাঠে খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল। সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গঙ্গাচড়া উপজেলা শিক্ষা অফিসার নাগমা শিলভীয়া খান। এসময় গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন, ইউআরসি ইন্সট্রাক্টর সুপিয়া পারভীন, মেডিকেল অফিসার ডাঃ শামীম সিদ্দিক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুলতান সালাহ উদ্দিন, রুহুল আমিন প্রধান, নাজমুল হুদা, খায়রুল ইসলাম, নাসরিন খানম, আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল হোসেন ফটিক, জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁদসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহনাজ পারভীন ও কলাগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল ইসলাম স্বপন।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২