গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে শুক্রবার বিকেল ৫ টায় পালন করা হয়েছে। গঙ্গাচড়া অফিসার্স কল্যাণ ক্লাবের সভা কক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা। গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি সাজু আহম্মেদ লালের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, অধ্যক্ষ মাওলানা রোকন-উজ্জামান, প্রাক্তন ভাইস চেয়ারম্যান মাওলানা মুকুল মিয়া। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আরিফ সরকার রিজুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কামরুজ্জামান বাদশা, উপদেষ্টা স্বপন চৌধুরী, গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের আহবায়ক আব্দুল আলীম প্রামানিক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাকিরুল ইসলাম মন্টু, উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সবুজ মিয়াসহ গঙ্গাচড়া প্রেসক্লাবের সকল সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
জয়পুরহাটের দুইটি আসনে ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষনা, কাগজপত্রে ত্রুটি থাকায় ৭ জনের মনোনয়ন বাতিল
কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ আটক-১
ফেনী-২ নির্বাচনী এলাকায় ব্যস্ত সময় কাটাচ্ছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু