গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া যুব ফোরাম ও শিশু ফোরামের উদ্যোগে আলমবিদিতর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উত্তর কিসামত গণেশ পাড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবার আব্দুল জসিম মিয়া ও মোরশেদা বেগমকে এক মাসের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার হিসেবে প্রদান করে। শনিবার ওই অসহায় পরিবার বাড়িতে গিয়ে উপহার হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেন গঙ্গাচড়া যুব ফোরামের সভাপতি মো. নাজিরুল ইসলাম, যুব ফোরামের সাধারণ সম্পাদক মোছা. সুলতানা আক্তার, যুব ফোরামের ক্যাশিয়ার মো. আবুল কালাম আজাদ, ও শিশু ফোরামের সভাপতি মো. রবিউল ইসলাম, শিশু ফোরামের সাধারণ সম্পাদক মো. আবু সিয়াম। এ সময় গঙ্গাচড়া যুব ফোরাম ও শিশু ফোরামের সদস্যগণ উপস্থিত ছিলেন। যুব ফোরাম ও শিশু ফোরামের এধরণের মানবিক উদ্যোগকে এলাকার সচেতন মানুষজন সাধুবাদ জানায় এবং বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থা ও বিত্তবানসহ রাজনৈতিক নেতৃবৃন্দদের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায় এগিয়ে আসার আহবান জানায়।
আরও পড়ুন
রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
সমাজ উন্নয়নে স্কাউটদের ভূমিকা শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত
বিভিন্ন দাবিতে কুড়িগ্রামে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ