জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):
রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের কর্মী সভা শুক্রবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত হয়। কোলকোন্দ আব্দুস সামাদ উচ্চ বিদ্যালয় কক্ষে অনুষ্ঠিত কর্মী সভায় অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মরতুজ বেগম মনসুর, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জাকিয়া সুলতানা চৈতী, কোলকোন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ওয়ারেছ চৌধুরী দুলাল। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি আয়শা সিদ্দিকা, কোলকোন্দ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমানারা বেগম মিনি, সিনিয়র সহসভাপতি শাহানাজ বেগম চায়না, সহসভাপতি জাহেরা বেগম, সাধারণ সম্পাদক নাজনীন সুলতানা রুমা, যুগ্নসাধারণ সম্পাদক মিনুতী রানী, সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা বৃষ্টি প্রমুখ। কর্মী সভা শেষে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সহসভাপতি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের অনুমোদনকৃত কমিটি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হাতে তুলে দেন। সভায় উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও কোলকোন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহরাব আলী রাজুসহ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রী দুর্ভোগে পড়েন তিন ঘণ্টা দেরিতে যাত্রা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ শূন্য আসনে ভর্তি ও সাক্ষাৎকার ১৫ জানুয়ারি
রংপুর অঞ্চলে ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে বোরো বীজতলা