January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 1st, 2022, 7:29 pm

গঙ্গাচড়ার বড়বিল ইউনিয়নে আসওয়া প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নে আসওয়া-২ প্রকল্পের ইউনিয়ন পর্যায়ে প্রকল্প সমাপনী সভা মঙ্গলবার (১লা ফেব্রুয়ারি) ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। জিওবি-ইউনিসেফ আসওয়া-২ প্রকল্পের আয়োজনে, ইউনিসেফ বাংলাদেশ এর কারিগরী সহযোগিতায় ও ইউকে-এইড (এফসিডিও) এর আর্থিক সহযোগিতায় এবং জনস্বাস্থ্য প্রকশৌল অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় অতিথি বক্তব্য রাখেন বড়বিল ইউপি চেয়ারম্যান শহীদ চৌধুরী দীপ, ইউপি সচিব ইলিয়াছ আলী, প্রভাষক সুজাউল, পরিবার কল্যাণ পরিদির্শকা নুরবানু। সভা ফ্যাসিলেটেড করেন কেয়ার বাংলাদেশ এর রেজাউল করিম খান। এ সময় কেয়ার বাংলাদেশ এর হামিদা আকতার বানু, ইদ্রিস আলী মিয়া, মোফাখখারুল শাহিন, ইউপি সদস্যসহ সভাব নেতারা উপস্থিত ছিলেন।