January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 28th, 2023, 3:27 pm

গঙ্গাচড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভায় মাদক ও যানজট নিয়ে আলোচনা

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):

রংপুরের গঙ্গাচড়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় মাদক, গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্টে যানজট, ফুটপাত দখল করে ব্যবসা ও গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের জমি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার (২৮ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গাঁ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল। আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, মডের থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আসিফ ফেরদৌস, গজঘণ্টা ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, লক্ষীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদি, কোলকোন্দ ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, উপজেলা আ’লীগের সহ সভাপতি আবুল হোসেন ফটিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম , এমপির প্রতিনিধি ও জেলা পরিষদের সদস্য মমিনুর ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সভায় প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধারে সহযোগিতা কামনা করেন এবং শিক্ষার্থীরা উপজেলা পরিষদ হলরুমের আশ-পাশে আড্ডা দিয়ে সিগারেটসহ মাদক সেবন করে এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। আবুল হোসেন ফটিক, সাংবাদিক সুজন আহম্মেদ, গঙ্গাচড়া বাজারে ফুটপাত দখল করে ব্যবসা করায় সব সময় যানজট লেগে থাকে বলে সভায় অবগত করেন। এছাড়া মাদক উপজেলা পরিষদে ভিতরে সেবন করে যত্রছত্র মাদকের বোতল ফেলে রাখছে। অন্যান্য বক্তারা অবৈধভাবে বালু উত্তোলন দিন দিন বেড়েই চলছে সভায় জানান। প্রধান অতিথি মসিউর রহমান রাঙ্গা এমপি উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীকে সকল বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য বলেন এবং জনপ্রতিনিধি ও বিশিষ্টজনকে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তার এগিয়ে আসার পরামর্শ দেন।