জেলা প্রতিনিধি রংপুর:
“টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এ প্রতিপাদ্যে রংপুরের গঙ্গাচড়ায় গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক উদযা্পন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে এবং বিশ্ব খাদ্য সংস্থা, এনডিপি, ইএসডিও জানো প্রকল্প, দি হাঙ্গার প্রজেক্ট, আরডিআরএস, ইসলামী রিলিফ,পল্লীশ্রী, ব্র্যাক সেলপ, সীড এর সহযোগিতায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। উপজেলা পরিষদ হলরুমে ইউএনও এরশাদ উদ্দিন পিএএ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সিনিয়র মৎস কর্মকর্তা দীপা রানী বিশ্বাস,মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার প্রমুখ। এর আগে একটি র্যালি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ নারীগণ র্যালি ও আলোচনা সভায় অংশ গ্রহন করে।
আরও পড়ুন
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ জামায়াতে ইসলামী
রংপুরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শীতের রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন