জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়ায় জিওবি-ইউনিসেফ আসওয়া-২ প্রকল্প কেয়ার বাংলাদেশ, রংপুর রিজিওনাল অফিস বাস্তবায়নাধীন কার্যক্রম বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউনিসেফ বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় ও ইউকে-এইড (এফসিডিও) আর্থিক সহযোগিতায় এবং গঙ্গাচড়া জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সার্বিক তত্ত্বাবধানে বুধবার (২২ ডিসেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক সাজু আহম্মেদ লাল, জনস্বাস্থ্যর উপসহকারি প্রকৌশলী সারাবান তহুরা। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের বাস্তবায়নাধীন কার্যক্রম উপস্থাপন ও পরিচালনা করেন কেয়ারের প্রজেক্ট ম্যানেজার শফিকুল ইসলাম শফি। এ সময় সাংবাদিক, প্রকল্পের প্রতিনিধিসহ সুফলভোগীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রকল্পের আওতায় খোলা জায়গায় পায়খানা মুক্ত কমিউনিটি ও ইউনিয়ন নিশ্চিত করার লক্ষ্যে পরিবার, কমিউনিটি ও স্কুল পর্যায়ে পয়ঃনিষ্কাশন, নিরাপদ পানি, ব্যাক্তিগত পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয়ে কাজ করে আসছে গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী, বড়বিল ও লক্ষীটারী ইউনিয়নে ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারী হতে। ৩ বছর মেয়াদি এই প্রকল্পের কাজ ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারী শেষ হবে।
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে বিলুপ্ত পথে খেজুর গাছ ও রস!
প্রিপেইড মিটার বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন
রংপুরে নবানযোগ্য জ্বালানি প্রচারণা অনুষ্ঠিত