Thursday, April 21st, 2022, 9:04 pm

গঙ্গাচড়ায় ইদুল ফিতর উপলক্ষে দুঃস্থদের মাঝর ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন

জেলা প্রতিনিধি, রংপুর :

রংপুরের গঙ্গাচড়ায় আসন্ন পবিত্র ইদুল ফিতর উপলক্ষে দুঃস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ বৃহস্পতিবার (২১ এপ্রিল) উদ্বোধন করা হয়েছে। উপজেলার বেতগাড়ী ইউনিয়নে চাল বিতরণের উদ্বোধন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ও উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ। এ সময় ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, বেতগাড়ী ইউপি চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফ, ট্যাক অফিসার সহকারি উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মহসিন আলী সুরুজসহ ইউপি সদস্যবৃন্দ। বেতগাড়ী ইউনিয়নে ৩ হাজার ৮শ ৯৭ জন দুঃস্থ ব্যাক্তির প্রত্যেককে ১০ কেজি চাল দেওয়া হবে ইউপি চেয়ারম্যান জানান।