January 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 8th, 2021, 8:32 pm

গঙ্গাচড়ায় জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

রংপুর প্রতিনিধি :
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নির্বাচিত জলাশয় সমূহে পোনামাছ বুধবার  (৮ সেপ্টেম্বর) অবমুক্তকরণ করা হয়েছে। রাজস্ব বাজেটের আওতায় ২০২১-২২ অর্থ বছরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে পোনামাছ অবমুক্তকরণ করেন উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম ও জেলা মৎস্য অফিসার বরুন চন্দ্র বিশ্বাস। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, সিনিয়র মৎস্য অফিসার দীপা রানী বিশ্বাস, কৃষি অফিসার শরিফুল ইসলাম, পিআইও মুনিমুল হক, জেলা মৎস্য জরিপ অফিসার রেজাউল কবির, সমাজ সেবক আবুল হোসেন ফটিকসহ জলাশয়ের সুবিধাভোগীগণ উপস্থিত ছিলেন।