January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 23rd, 2022, 10:15 am

গঙ্গাচড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :
রংপুরের গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ২২ অক্টোবর শনিবার জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়। ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এ প্রতিপাদ্যে দিবসটি উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চত্ত্বর হতে র‌্যালিটি বের হয়ে গঙ্গাচড়া বাজার হয়ে গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর বিদ্যালয় মাঠে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম,গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, ওসি (তদন্ত) মমতাজুল হক, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল্লাহ, প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা প্রমুখ। সহকারি শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপনের উপস্থাপনায় র‌্যালি ও আলোচনায় শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী, সরকারি কর্মকর্তা, কর্মচারি, সুধিজন উপস্থিত ছিলেন। আলোচনার আগে উপজেলা নির্বাহী অফিসার ও অন্যান্য অতিথিবৃন্দ গঙ্গাচড়া বাজারে পথচারী, বিভিন্ন যানবাহন চালক ও বাজারে আসা মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।