January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 24th, 2022, 8:46 pm

গঙ্গাচড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর :
“সঠিক পুষ্টিতে সুস্থ জীবন” এ প্রতিপাদ্যে রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ (২৩-২৯) উপলক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও ইএসডিও জানো প্রকল্পের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে গত শনিবার সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি এরশাদ উদ্দিন পিএএ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুষ্টি সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, উপদেষ্টা ও ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, উপদেষ্টা ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, সদস্য কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার মাসুদ রানা প্রমুখ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডা. আসিফ ফেরদৌস বিগত সভার রেজুলেশন পাঠ এবং সভায় উপস্থাপন করেন। এছাড়া একই স্থানে পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এবং ইএসডিও জানো প্রকল্পের প্রচারনায় পুষ্টি সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি বিভাগ ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সভায় সপ্তাহব্যাপী কার্যক্রম উপস্থিত সকলকে অবগত করেন। অন্যদিকে  রবিবার (২৪ এপ্রিল) জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে কিশোর-কিশোরীদের নিয়ে পুষ্টির গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও জানো প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ওসি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন।