জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):
রংপুরের গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ৪ অক্টোবর শুক্রবার সকালে জাতীয় সংবিধান দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্ত্বর হতে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারি শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপনের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, কৃষি অফিসার শরিফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম, সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন, ইন্সট্রাক্টর লুৎফর রহমান, মেডিকেল অফিসার ডাঃ শামীম সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদ প্রমুখ। দিবসটির কর্মসূচিতে সরকারি কর্মকর্তা-কর্মচারিসহ নানা পেশার ব্যাক্তি অংশগ্রহণ করে।
আরও পড়ুন
রংপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত
রংপুরে উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি স্বাবলম্বী পিঠা মেলা
রংপুর জেলা ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা