January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 17th, 2022, 5:14 pm

গঙ্গাচড়ায় দু’শত ফেন্সিডিল ও বহনকারী কারসহ মাদক ব্যবসায়ী আটক

জেলা প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর) :
রংপুরের গঙ্গাচড়ায় বুধবার (১৭ আগষ্ট) দু’শত ফেন্সিডিলের বোতল ও মাদকবহনকারী কারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটক মাদক ব্যবসায়ী লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার উত্তর বত্রিশ হাজারী গ্রামের খতিবর রহমানের পুত্র রাসেল রানা (২৫)। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১ দিকে কালিগঞ্জ কাকিনা রোড় হয়ে গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু দিয়ে রংপুর শহরের উদ্দেশ্যে দু’শত ফেন্সিডিল বোতল কালো রংয়ের প্রাইভেট কারে করে রানা নিজে কার চালিয়ে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসআই এরশাদুল হক সঙ্গীয় ফোর্স জাকিরুল ও আরিফুলকে নিয়ে শেখ হাসিনা সেতুর উত্তর প্রান্তে এসকেএসের বাজারে সড়কে অবস্থান নেয়। রানা পুলিশকে দেখতে পেয়ে দ্রুত কার নিয়ে রংপুর শহরের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ কারের পিছু ধাওয়া করলে লক্ষ্মীটারী ইউনিয়নের রানুর বাজার এলাকায় গ্রামের লোকাল রাস্তায় কার নিয়ে রানা ঢুকে পড়ে। লোকাল রাস্তায় কার দ্রুত চলাতে না পারায় পূর্ব মাদ্রাইন এলাকায় দু’শত বোতল ফেন্সিডিলসহ প্রাইভেট কারটি ও রাসেল রানাকে আটক করে থানা পুলিশ।কারটির নম্বর ঢাকা-মেট্রো-গ-১৫-০৯২৩। এসআই এরশাদুল হক জানান, কালীগঞ্জ থেকে রংপুর যাওয়ার পথে এসকেএস বাজারের নিকট একটি প্রাইভেট কার আটকের চেষ্টা করা হলে কারটি লক্ষ্মীটারী ইউনিয়নের পূর্ব মাদ্রাইনে যাওয়ার পথে ফেন্সিডিল বহনকারী কারসহ রানাকে আটক করা হয়। এ সময় কারের ডালার ভিতর সাদা সারের বস্তায় দু’শত বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।