January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 8th, 2022, 8:28 pm

গঙ্গাচড়ায় নবাগত ওসির স্থানীয় সাংবাদিকদের মতবিনিময়

জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়া মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) দুলাল হোসেন স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গত শনিবার রাতে ওসি অফিস কক্ষে এ মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে নবাগত ওসি দুলাল হোসেন, পরিদর্শক (তদন্ত) আরিফ আলী, সাংবাদিক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, সাংবাদিক আলী আরিফ সরকার রিজু, আব্দুল আলীম প্রামানিক, কমল কান্ত রায়, আব্দুল বারী স্বপন, জাকিরুল ইসলাম মন্টু, বাবুল মিয়া, নির্মল রায়, আব্দুল বারী দুলাল, সবুজ মিয়া, আব্দুল বারী বাবু, রয়েল, পায়েল, নাহিদ, মজমুল, আব্দুল মতিন বক্তব্য রাখেন। সভায় এস আই আবু বক্কর সিদ্দিক, আরিফ হোসেনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য মো. দুলাল হোসেন ২০ এপ্রিল গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন।