জেলা প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর) :
রংপুরের গঙ্গাচড়ায় মঙ্গলবার পাকাকরণ তিনটি রাস্তার উদ্বোধন করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গা এমপি। উপজেলা এলজিইডির বাস্তবায়নাধীন গঙ্গাচড়া ইউনিয়নের ছিল্লানির বাজার হতে কুটিরপাড় ও নবনীদাস মাঠের পাড় হতে শিশুয়ার জেলা এবং বেতগাড়ী ইউনিয়নের জিরো পয়েন্ট হাতাসপুর মাদ্রাসা পর্যন্ত পাকাকরণ রাস্তার উদ্বোধন করেন। এর আগের দিন তিনি লক্ষীটারী ইউনিয়নের রানুর বাজারে একটি পাকাকরণ রাস্তা ও মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় উপজেলা ভাই চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিমুল হক, এমপি প্রতিনিধি মমিনুর ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি নুর আমিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, এলজিইডির উপসহকারী প্রকৌশলী সাজেদুর রহমান, ঠিকাদার আব্দুর রব রাঙ্গা, হাফিজুল ইসলামসহ বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২