জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়ায় রোববার (৫ ডিসেম্বর) উপজেলা পরিষদ হলরুমে পাটবীজ চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় ও উপজেলা প্রশাসন এবং পাট দপ্তরের আয়োজনে উপজেলার নির্বাচিত ১’শ জন পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম, রংপুর বিভাগের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ও ধান, গম ও পাটবীজ উৎপাদন প্রকল্পের মনিটরিং অফিসার রেজাউল করিম, পাট অধিদপ্তর রংপুর অঞ্চলের সহকারী পরিচালক সোলায়মান আলী, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, জেলা পাট উন্নয়ন অফিসার একেএম মাহবুব আলম বিশ্বাস, উপজেলার উপসহকারী পাট উন্নয়ন অফিসার রেজাউল করিম। এছাড়া অনলাইনে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন ঢাকা পাট অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) এনায়েত উল্যা খান ইউসুফ জী। বক্তাগণ আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাটবীজ উৎপাদনের কলাকৌশল, পাটবীজ কর্তন, মাড়াই ও সংরক্ষণ এবং বিপনের কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
গঙ্গাচড়ায় পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন