January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 12th, 2021, 9:05 pm

গঙ্গাচড়ায় পূজামন্ডপে এমপি, উপজেলা চেয়ারম্যান ও সরকারি সহায়তা প্রদান

জেলা প্রতিনিধি, রংপুর:
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ১০৮টি ও সিটির সংসদীয় আসনের ৪৬টিসহ ১৫৬টি শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গা এমপি ব্যাক্তিগত তহবিল থেকে প্রত্যেক পূজামন্ডপে ৪ হাজার করে টাকা সহায়তা দিয়েছেন। এছাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন নিজ তহবিল থেকে উপজেলার ১০৮টি পূজা মন্ডপে ১ হাজার করে টাকা সহায়তা দিয়েছেল। অপরদিকে সরকারিভাবে উপজেলার প্রত্যেক পূজা মন্ডপে ৫’শ কেজি করে চাল সহায়তা দেওয়া দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি সহায়তা প্রদানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এমপি রাঙ্গা পূজা মন্ডপের প্রতিনিধির হাতে সরকারি সহায়তার ডিও লেটার তুলে দেন। উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান। আরো বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, ওসি সুশান্ত কুমার সরকার, পিআই মুনিমুল হক, এমপি প্রতিনিধি মমিনুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রশান্ত কুমার সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ক্ষ্যান্ত রানী, সাধারণ সম্পাদক পরিতোষ রায়, সদস্য শ্যামল রায় প্রমূখ। এসময় এমপি কন্যা মালিহা তাসনিম জুইসহ পূজা মন্ডপের প্রতিনিধিগণ ও সুধীজন উপস্থিত ছিলেন। সরকারি সহায়তা প্রদানের পর একই অনুষ্ঠানে এমপি ব্যাক্তিগতভাবে সহায়তা দেন। এমপির সহায়তা শেষে উপজেলা চেয়ারম্যান নিজ তহবিলের সহায়তা ওই মঞ্চে প্রদান করেন। এসময় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লাইবুল ইসলাম লেবু, শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক আশেকুজ্জামান লিটন, সাংবাদিক আব্দুল আলীম প্রামানিক, আব্দুল বারী স্বপন, জাকিরুল ইসলাম মন্টু, সুজন আহম্মেদ, সবুজ মিয়া উপস্থিত ছিলেন।