জেলা প্রতিনিধি, রংপুর :
মুজিব শতবর্ষে ৩য় পর্যায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য জমির দলিল ও নির্মিত গৃহ ঈদ উপহার হিসেবে মঙ্গলবার (২৬ এপ্রিল)
বঙ্গবভন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালের মাধ্যমে সারা দেশে ভূমিহীন ও গৃহহীনদের প্রদানের শুভ উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান গঙ্গাচড়া উপজেলা প্রশাসন এলইডি টিভির মাধ্যমে উপজেলা পরিষদ হলরুমে দেখানোর ব্যবস্থা করে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরেই গঙ্গাচড়ায় একশ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও গৃহ ঈদ উপহার হিসেবে প্রধান করেন প্রধান অতিথি হিসেবে বিরোধী দলীয় চীফ হুইপ আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গা এমপি। এ ছাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ, সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমির দলিল ও গৃহ প্রদান করেন। এ সময় উপজেলার সরকারি দপ্তরের সকল কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিক, সুশিল সমাজের ব্যাক্তিবর্গ ও সুবিধাভোগী পরিবারগুলো উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
সুচিত্রা সেনের ১১তম প্রয়াণ দিবস পালন
কোম্পানীগঞ্জে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত
ব্রাজিল দূতাবাসের সাথে রংপুর চেম্বার নেতৃবৃন্দের মত বিনিময় সভা