জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়ায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় ও প্রাণিসম্পদ কর্তৃক উপজেলা পর্যায়ে বুধবার দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ। এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাজু মিয়া লাল, রাবিয়া বেগম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ভূমি নয়ন কুমার সাহা, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, মৎস্য অফিসার দিপা রানী বিশ্বাস, প্রাণিসম্পদ অফিসার নুরল আজিজ, সমবায় অফিসার আফতাবুজ্জামানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে অংশ গ্রহনকারীদের পুরস্কার প্রদান করা হয়।
আরও পড়ুন
বেরোবিতে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত
তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রী দুর্ভোগে পড়েন তিন ঘণ্টা দেরিতে যাত্রা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ শূন্য আসনে ভর্তি ও সাক্ষাৎকার ১৫ জানুয়ারি