January 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 14th, 2022, 6:48 pm

গঙ্গাচড়ায় বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন

জেলা প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর) :
রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গা এমপি প্রধান অতিথি হিসেবে গতকাল রোববার উত্তর পানাপুকুর গিরিয়ারপাড় উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন করছেন। একাডেমিক ভবন উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এলাকাবাসীর দাবির আগেই ওই এলাকার রাস্তা পাকা করন, বিদ্যালয় গেট নির্মাণ ও শিক্ষাল্যাব দেওয়ার ঘোষনা দেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, বিদ্যালয় প্রধান শিক্ষক শিবেন চন্দ্র রায় প্রমুখ। এর আগে তিনি উত্তর পানাপুকুর পশ্চিম পাড়া জামে মসজিদের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেন এবং মসজিদের উন্নয়নে ৫ লক্ষ টাকা বরাদ্দ দেন। সকল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি নুর আমিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, এমপি প্রতিনিধি মমিনুর ইসলাম, জেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক খতিবর রহমান, সাবেক চেয়ারম্যান আফজালুল হক রাজু, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক সুজা উদ্দৌলা সাগর, বড়বিল ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক মোহাম্মদ আলী মিলনসহ জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।