January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, April 7th, 2023, 10:47 am

গঙ্গাচড়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :

রংপুরের গঙ্গাচড়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে। ‘সবার জন্য স্বাস্থ্য’ এ প্রতিপাদ্যে শুক্রবার (৭ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং ইএসডিও, জানো প্রকল্প, ব্র্যাক, গ্রাম বিকাশ কেন্দ্র ও সচেতন এর সহযোগিতায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আসিফ ফেরদৌসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ মাহবুবুল ইসলাম। মেডিকেল অফিসার ডাঃ শামীম সিদ্দিক এর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন জানো প্রকল্পের এপিএম মাসুদ রানা, ইএসডিওর প্রতিনিধি পজিরুল ইসলাম, গ্রাম বিকাশ কেন্দ্রের প্রতিনিধি নিতাই রায়, সচেতনের ম্যানেজার মাহমুদুল হাসান প্রমূখ। এর আগে একটি র‌্যালী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচীতে উপজেলা স্বাস্থ্য বিভাগের লোকজনসহ সহযোগী সকল সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।