January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 26th, 2022, 9:10 pm

গঙ্গাচড়ায় মাদক ও জুয়া মুক্ত সমাজ গঠনে করণীয় নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়ায় মাদক ও জুয়া মুক্ত সমাজ গঠনে করণীয় নির্ধারণের লক্ষ্যে মতবিনিময় সভা বুধবার (২৬ জানুয়ারী) গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মোঃ মাজহারুল ইসলাম লেবু। প্রধান আলোচকের বক্তব্য রাখেন গঙ্গাচড়া মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আরিফ আলী। পিস ফেসিলিটেটর গ্রুপের (পিএফজি) আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্টর সহযোগিতায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পিএফজির অ্যাম্বাসেডর ও উপজেলা জাপার সদস্য সচিব মোঃ আবুল কালাম আজাদ। পিএফজির সমন্বয়কারী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আখেরুজ্জামান মিলনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, সহসভাপতি মোঃ আবুল হোসেন ফটিক, দপ্তর সম্পাদক মোঃ জাহেদুল ইসলাম, গঙ্গাচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল গফুর। আরো বক্তব্য রাখেন হাঙ্গার প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী মোঃ সামসুদ্দিন, গণমাধ্যম কর্মী মোঃ সুজন আহম্মেদ, ইয়ুথ লিডার মোঃ রায়হান কবির, মোছাঃ সুমাইয়া জান্নাত। মতবিনিময় সভায় আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টির নেতৃবৃন্দ, শিক্ষক, সুশিল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, নারীনেত্রী ও পিএফজির সদস্যগণ উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ একটি নির্দিষ্ট প্লাটফর্মের মাধ্যমে গঙ্গাচড়াকে মাদক ও জুয়া মুক্ত করতে ঐক্যমত পোষন করেন। এছাড়া রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কোন মাদকসেবী বা জুয়াড়ীর জন্য প্রশাসনের কাছে তদবীর না করার অভিমত ব্যক্ত করেন।