জেলা প্রতিনিধি, রংপুর :
গঙ্গাচড়ায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় মাল্টা ও ড্রাগন ফলের বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদের জন্য উন্নত পদ্ধতি সর্ম্পকে ৩ দিনের কৃষক প্রশিক্ষণের মঙ্গলবার (১৫ মার্চ) সমাপনী হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণে সমাপনী বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, কৃষি অফিসার শরিফুল ইসলাম, জাইকার প্রতিনিধি মোছাঃ নাহিদ সুলতানা। কৃষি ও সেচ বিষয়ক উপজেলা কমিটির বাস্তবায়নে, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সীর (জাইকা) সহায়তায় এবং উপজেলা পরিষদের আয়োজনে ৩ দিনের (১৩,১৪,১৫) অনুষ্ঠিত প্রশিক্ষণে ৬০ জন কৃষক-কৃষাণী অংশ নেয়।
গঙ্গাচড়ায় মাল্টা ও ড্রাগন ফলের বাণিজ্যিক চাষাবাদে কৃষক প্রশিক্ষণের সমাপনী

আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির মিছিলে যাওয়ার সময় ধাক্কা লাগা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ
জমকালো আয়োজন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ডে পালিত
সিলেটের ‘সাদা পাথর’ লুটপাট: সিআইডি অনুসন্ধান শুরু, ৫০ জনের সংশ্লিষ্টতা যাচাই