জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা প্রশানের আয়োজনে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী বুধবার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত মেলার সমাপনীতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গা এমপি। উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে মেলায় ষ্টল দিয়ে অংশ নেওয়া দপ্তরগুলোকে পুরস্কার প্রদান করা হয়। সহকারি শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপনের উপস্থাপনায় সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, ওসি সুশান্ত কুমার সরকারসহ সরকারি দপ্তরের প্রধানগণ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, এনজিও প্রতিনিধিগণ, সুধীজন উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গঙ্গাচড়ায় মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী অনুষ্ঠিত

আরও পড়ুন
টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়ে ১৭ কিশোর পেল বাইসাইকেল
দেশে এই মুহুর্তে দরকার বিচার ও সংস্কার: নাহিদ ইসলাম
এসআই পরিচয়ে থানায় তরুণী, কনস্টেবলকে ভুলে ‘স্যার’ ডেকে ধরা