জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া ):
মুজিব শতবর্ষ উপলক্ষে ৩য় পর্যায় ২য় ধাপে গঙ্গাচড়ায় ঘর ও জমি পেল ১০২ জন ভূমিহীন গৃহহীন। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পরেই গঙ্গাচড়ায় জমির দলিল ও ঘরের সনদ, চাবি তুলে দেন প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গা এমপি। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান বিটিভির মাধ্যমে দেখানো ও জমির দলিল এবং ঘরের সনদ প্রদান আনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রুহুল আমিন। উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল,মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, আওয়ামীলীগ, জাতীয় পার্টির নেতাকর্মী ও সুধীজন। এছাড়া প্রত্যেক সুবিধাভোগীকে প্রধানমন্ত্রী উপহারের খাদ্য দেওয়া হয়।
আরও পড়ুন
বেরোবিতে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত
তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রী দুর্ভোগে পড়েন তিন ঘণ্টা দেরিতে যাত্রা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ শূন্য আসনে ভর্তি ও সাক্ষাৎকার ১৫ জানুয়ারি