জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :
রংপুরের গঙ্গাচড়ায় প্রথমবারের মত শিক্ষক দিবস যথাযোগ্য ভাবে পালন করা হয়েছে। ২৭ অক্টোবর বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্ত্বর হতে র্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ এ প্রতিপাদ্যে অনুষ্ঠিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহানাজ বেগম, উপজেলা শিক্ষা অফিসার নাগমা সিলভিয়া খান, একাডেমিক সুপার ভাইজার আমজাদ হোসেন। সহকারি শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপনের উপস্থাপনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জেলা ও উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চান, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, সাউদপাড়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ রোকনউজ্জামান, মডেল পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রভাষক সফিয়ার রহমান স্বপন প্রমুখ। বিভিন্ন শ্লোগান লেখা প্লাকার্ড নিয়ে র্যালিতে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করে।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২